বরিশালে অটোর ধাক্কায় বিএনপি নেতা নিহত
বরিশালে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন বাবুল মোল্লা (৫৫) নিহত হয়েছেন। বুধবার দুপুরে নগরীর জর্ডন রোডে
দেশব্যাপী করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে টাঙ্গাইলের সখিপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সখিপুর উপজেলা প্রশাসন বিভিন্ন জন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা দুইটি মোবাইল কোর্ট দিনব্যাপী পৃথক পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট (ইউএনও) চিত্রা শিকারী জানান লকডাউন অমান্য করায় আজ মোট ১৪ মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় তিনি আরো জানান সখিপুরে আজও ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও আরো প্রায় দুই শতাধিক করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাই করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে হলে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।