Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ খুমেক ল্যাবের পরীক্ষায় প্রতি দুইটি নমুনার একটি পজিটিভ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১১:৩২ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে আজ শুক্রবার সংক্রমণের হার ৫৪ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ প্রতি দুইটি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনার মধ্যে ১০২ জনের করোনা শনাক্ত বা পজিটিভ হয়েছে।

রাত সোয়া ১১ টায় খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ৩৭ দশমিক ৯৪ শতাংশ।

তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ১৭৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৩ জন, সাতক্ষীরার ১ জন, নড়াইলের ১ জন ও গোপালগঞ্জের ২ জন পজিটিভ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ