Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য শুক্রবার দেশব্যাপী খেলাফত মজলিসের দোয়া কর্মসূচী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৬:৩০ পিএম

অবনতিশীল করোনাভাইরাসের প্রাদুর্ভব থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির জন্য এবং রূপগঞ্জের ভয়াবহ অগ্নিকা-ে হতাহতদের জন্য আগামী শুক্রবার দেশব্যাপী দোয়া কর্মসূচী ঘোষণা করেছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল  মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন আজ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভব আশঙ্কাজনভাবে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক মগবাজার বিস্ফোরণ বিস্ফোরণ, রূপগঞ্জের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় মানুষ আতঙ্কিত। লকডাউনে গৃহবন্দি মানুষ খাদ্য সঙ্কটে ভুগছে। এ সঙ্কটজনক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। বেশী বেশী তাওবাহ-ইস্তিগফার করতে হবে। অব্যবস্থাপনা, দুর্নীতি, জুলুম নির্যাতনের পথ বন্ধ করে জাতীয়ভাবে সবাইকে তাওবাহ করতে হবে।  বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার বলি হচ্ছে জনগণ। করোনাভাইরাস পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে গ্রহীত পদক্ষেপ যথার্থ ও যথেষ্ট নয়। খাবারের ব্যবস্থা না থাকায় লকডাউনে কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। সরকারের পক্ষ থেকে এসব দুর্দশাগ্রস্থ মানুষের কাছে খাবার পৌছে দেয়ার প্রয়োজন ছিলো। খাবারের ব্যবস্থা না করে লকডাউন দিয়ে মানুষকে আটকে রাখার চেষ্টা অমানবিক ও অর্থহীন। সরকারের অদুরদর্র্শিতার কারণে করোনার টিকা দান কার্যক্রম মুখ থুবড়ে পরেছে। স্বাস্থ্য বিভাগে অব্যবস্থপনা ও সীমাহীন দুর্র্নীতির কারণে মানুষ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না। দেশের হাসপাতালগুলোতে আইসিইউ সঙ্কট, অক্সিজেন সঙ্কটে বহু রোগী মারা যাচ্ছে। করোনা পরিস্থিতি উত্তরণে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করে চিকিৎসা সুবিধা বৃদ্ধি করতে হবে। দ্রুত সময়ে সবার জন্য বিনামূল্যে মানসম্মত টিকা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য বিধি পরিপালনে সবাইকে সচেতন হতে হবে। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য পর্যাপ্ত সরকারী আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।  বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে একর পর এক অগ্নিকান্ডসহ বড় বড় দুর্ঘটনা ঘটেই চলছে। এ ক্ষেত্রে কারখানাসহ বিভিন্ন স্থাপনায় যেসব সুবিধা ও সতর্কতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন তার তদারকির ক্ষেত্রে সরকার নির্বিকার। তাই সরকার এসব দুর্ঘটনার দায় এড়াতে পারে না। রূপগঞ্জে জুস ফ্যাক্টরির অগ্নিকান্ড ও ব্যাপক প্রাণহানীর কারণ চিহ্নিত করতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এ ধরনের অগ্নিকান্ডের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।  নেতৃদ্বয় আগামী শুক্রবার বাদ জুমা অগ্নিকা-ে হতাহতদের জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানান।  

AwMœKv‡Ð nZvnZ‡`i Rb¨ ïµevi †`ke¨vcx †`vqv Kg©m~Px

†LjvdZ gRwjm

 

÷vd wi‡cvU©vi

AebwZkxj K‡ivbvfvBiv‡mi cÖv`yf©e †_‡K †`k I wek¦evmxi gyw³i Rb¨ Ges iƒcM‡Äi fqven AwMœKv‡Ð nZvnZ‡`i Rb¨ AvMvgx ïµevi †`ke¨vcx †`vqv Kg©m~Px †NvlYv K‡i‡Q †LjvdZ gRwjm| †LjvdZ gRwj‡mi Avgxi wcÖwÝcvj  gvIjvbv †gvnv¤§` BmnvK I fvicÖvß gnvmwPe GW‡fv‡KU Rvnv½xi †nvmvBb AvR GK †hŠ_ wee„wZ‡Z e‡jb, †`‡k K‡ivbvfvBiv‡mi cÖv`yf©e Avk¼vRbfv‡e e„w× cv‡”Q| mv¤úªwZK gMevRvi we‡ùviY we‡ùviY, iƒcM‡Äi d¨v±wi‡Z fqven AwMœKv‡Ði NUbvq gvbyl AvZw¼Z| jKWvD‡b M„new›` gvbyl Lv`¨ m¼‡U fzM‡Q| G m¼URbK Ae¯’v †_‡K cwiÎv‡Yi Rb¨ Avjøvni mvnvh¨ PvB‡Z n‡e| †ekx †ekx ZvIevn-Bw¯ÍMdvi Ki‡Z n‡e| Ae¨e¯’vcbv, `yb©xwZ, Ryjyg wbh©vZ‡bi c_ eÜ K‡i RvZxqfv‡e mevB‡K ZvIevn Ki‡Z n‡e|  wee„wZ‡Z †bZ…Øq e‡jb, `yb©xwZ, Ae¨e¯’vcbv I mgš^qnxbZvi ewj n‡”Q RbMY| K‡ivbvfvBivm cwiw¯’wZ e¨e¯’vcbvq miKv‡ii cÿ †_‡K MÖnxZ c`‡ÿc h_v_© I h‡_ó bq| Lvev‡ii e¨e¯’v bv _vKvq jKWvD‡b Kg©nxb gvbyl cwievi cwiRb wb‡q Amnvq Ae¯’vq w`bvwZcvZ Ki‡Q| miKv‡ii cÿ †_‡K Gme `y`©kvMÖ¯’ gvby‡li Kv‡Q Lvevi †cŠ‡Q †`qvi cÖ‡qvRb wQ‡jv| Lvev‡ii e¨e¯’v bv K‡i jKWvDb w`‡q gvbyl‡K AvU‡K ivLvi †Póv AgvbweK I A_©nxb| miKv‡ii A`yi`w©k©Zvi Kvi‡Y K‡ivbvi wUKv `vb Kvh©µg gyL _ye‡o c‡i‡Q| ¯^v¯’¨ wefv‡M Ae¨e¯’cbv I mxgvnxb `yb©©xwZi Kvi‡Y gvbyl h_vh_ wPwKrmv †mev cv‡”Q bv| †`‡ki nvmcvZvj¸‡jv‡Z AvBwmBD m¼U, Aw·‡Rb m¼‡U eû †ivMx gviv hv‡”Q| K‡ivbv cwiw¯’wZ DËi‡Y ¯^v¯’¨Lv‡Zi Ae¨e¯’vcbv `~i K‡i wPwKrmv myweav e„w× Ki‡Z n‡e| `ªæZ mg‡q mevi Rb¨ webvg~‡j¨ gvbm¤§Z wUKv wbwðZ Ki‡Z n‡e| ¯^v¯’¨ wewa cwicvj‡b mevB‡K m‡PZb n‡Z n‡e| K‡ivbvq ÿwZMÖ¯’ gvby‡li Rb¨ ch©vß miKvix Avw_©K mnvqZv wbwðZ Ki‡Z n‡e|  wee„wZ‡Z †bZ…Øq e‡jb, †`‡k GKi ci GK AwMœKvÛmn eo eo `yN©Ubv N‡UB Pj‡Q| G †ÿ‡Î KviLvbvmn wewfbœ ¯’vcbvq †hme myweav I mZK©Zvg~jK e¨e¯’v _vKv cÖ‡qvRb Zvi Z`viwKi †ÿ‡Î miKvi wbwe©Kvi| ZvB miKvi Gme `yN©Ubvi `vq Gov‡Z cv‡i bv| iƒcM‡Ä Rym d¨v±wii AwMœKvÛ I e¨vcK cÖvYnvbxi KviY wPwýZ Ki‡Z wePviwefvMxq Z`šÍ KwgwU MVb Ki‡Z n‡e| G ai‡bi AwMœKv‡Ûi NUbvi cybive„wË bv nq †m Rb¨ cÖ‡qvRbxq c`‡ÿc MÖnb Ki‡Z n‡e| AwMœKv‡Û wbnZ‡`i cwievi‡K h_vh_ ÿwZc~iY I AvnZ‡`i mywPwKrmvi e¨e¯’v Ki‡Z n‡e|  †bZ…Øq AvMvgx ïµevi ev` Rygv AwMœKv‡Ð nZvnZ‡`i Rb¨ we‡kl †`vqv Kivi Aby‡iva Rvbvb|  

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ