রাজাপুরে বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ভারিবর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ৫৪ টি গ্রাম সহ রাজাপুর উপজেলা শহরের বাগানবাড়িতে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে
পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে মোখলেছুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঐ এলাকার খারপুকুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, হান্ডিয়াল বাজারে মতিন কম্পিউটার নামের দোকানে ব্যবসা করতেন যুবক মোখলেছুর। শনিবার সকালে নিজ দোকানে এসে দোকানের শাটার খুলছিলেন। এ সময় থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের শাটারে স্পর্শ লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।