Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৪:১৩ পিএম

তুরস্কে অভিবাসীদের বহনকারী একটি বাস খাদে পড়ে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকসহ প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। আহত হয়েছে আরও ২৬ জন। ইরান সীমান্তবর্তী ভান প্রদেশের মুরাদিয়ে জেলায় স্থানীয় সময় আজ রবিবার (১১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রথমে খাদে আছড়ে পড়ে বাসটি। এরপর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বাসমালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় কিংবা সেখানে কতজন বাংলাদেশি ছিলেন, সেসব এখনো জানা যায়নি।
ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম ট্রানজিট পয়েন্ট তুরস্কে। অভিবাসনপ্রত্যাশীরা প্রায় নিয়মিত ইরান সীমান্ত পার হয়ে হেঁটে তুরস্কে প্রবেশ করে। এরপর সমুদ্রপথে ইস্তাম্বুল ও আঙ্কারার মতো পশ্চিমের শহরগুলোতে যায়।
সাধারণত এই অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক হয়ে থাকেন। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ