Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারত থেকে স্বাধীন হতে পাকিস্তানের দ্বারস্থ শিখরা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে পরিচালিত হামলায় ১৭ জন সৈন্য নিহতের ঘটনায় পরমাণু শক্তিধর চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঠিক এমন এক উত্তেজনাকর পরিস্থিতে বিচ্ছিন্নতাবাদী শিখ সম্প্রদায় ভারত থেকে স্বাধীন হওয়ার জন্য পাকিস্তানের সাহায্য চেয়েছেন বলে জানিয়েছেন তাদের নেতা অমরজিৎ সিংহ। স্বাধীনতাকামী শিখ নেতা অমরজিৎ সিং ভারত থেকে সংশ্লিষ্ট শিখ অঞ্চলকে স্বাধীন করার বিষয়ে পাকিস্তানের কূটনৈতিক সাহায্য চেয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার শিখ সম্প্রদায়ের মানুষের স্বাধীনতার জন্য পাকিস্তানের উচিত কূটনৈতিক সহায়তা দেয়া। কাশ্মিরের উরি হামলার বিষয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, পাকিস্তান কেন ভারতীয় সৈন্যদের ওপর হামলা করতে যাবে? তাদের চেয়ে কাশ্মিরের স্বাধীনতাকামীরা অনেক বেশি শক্তিশালী। দ্য ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত থেকে স্বাধীন হতে পাকিস্তানের দ্বারস্থ শিখরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ