Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেব : ট্রাম্প

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হলে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুকে গত রোববার এ প্রতিশ্রুতি দিয়েছেন। তাই যদি হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তা হবে ইউ-টার্ন। এতদিন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো নেতা আগ্রহ দেখাননি। রয়টার্স অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্কে ট্রাম্পের মালিকানাধীন ভবন ট্রাম্প টাওয়ারে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় ট্রাম্প বলেন, নির্বাচিত হলে তার শাসনামলে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইল রাষ্ট্রের অখ- রাজধানী হিসেবে মর্যাদা দেবে। ইসরাইল দাবি করে তাদের রাজধানী জেরুজালেম। এর পক্ষে অল্পসংখ্যক দেশ সায় দেয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রায় সব দেশের দূতাবাস রয়েছে স্বীকৃত রাজধানী তেল আবিবে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। কিন্তু ফিলিস্তিনের দাবি, এটি হবে তাদের রাজধানী শহর। পূর্ণ রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার গাজা উপত্যকা ও পশ্চিম তীর নিয়ে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র পাবে ফিলিস্তিন। এদিকে স্থানীয় সময় গত রোববার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির সঙ্গেও প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন হিলারি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে সমাবেশে হিলারি ক্লিনটন এবং ওবামাকে আক্রমণ করে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন। অভিবাসীদের নিয়েও নানা মন্তব্য করেছেন ট্রাম্প। এরই মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইসলামিক স্টেটের (আইএস) ‘প্রতিষ্ঠাতা’ বলে বর্ণনা করেছেন। একই সাথে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকেও আক্রমণ করে বক্তব্য দেন। হিলারিকে তিনি আইএসের ‘সহ-প্রতিষ্ঠাতা’ বলে মন্তব্য করেন। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট পিপল’ বা অস্ত্রের মালিকরা হিলারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, এমন মন্তব্য করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন ট্রাম্প। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেব : ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ