Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘নলেজ শেয়ারিং সেশন (কেএসএস) ফর দ্য ক্রেডিট রিপোর্ট ইউজার্স’ শীর্ষক কর্মশালা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বৈদেশিক বাণিজ্যে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এআইবিটিআরআই) এর উদ্যোগে ‘নলেজ শেয়ারিং সেশন (কেএসএস) ফর দ্য ক্রেডিট রিপোর্ট ইউজার্স’ শীর্ষ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় অতিথি বক্তা হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য ও মানি লন্ডারিং বিষয়ে বক্তব্য রাখেন এনএমআইএমএস, এসআইএমএসআর, ওয়েলিংকার এবং সিডেনহ্যাম ইনস্টিটিউট এর প্রফেসর সি. ডি. শ্রীধরণ এবং ডিএন্ডবি রেটিং বিষয়ে আলোচনা করেন ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট, সাউথ এশিয়া অ্যান্ড মিডলইস্ট এর রিজিওনাল ম্যানেজার সিদ্ধার্থ বিশ^াস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জলিল, ভাইস প্রেসিডেন্ট সি. জি. এম. আসাদুজ্জামান এবং ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখায় বৈদেশিক বাণিজ্য বিভাগে কর্মরত ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-আরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ