Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর নির্দেশ আইজিপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৫:৩৯ পিএম

করোনাকালীন সরকারি বিধি-নিষেধ শিথিলকালে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য মহাসড়ক ও সড়কে হাইওয়ে ও জেলা পুলিশ এবং নৌপথে নৌ পুলিশকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। আইজিপি আজ বিকালে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, কোন সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ ব্যতিরেকে কোরবানির পশুবাহী যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। বর্তমান অতিমারিতে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোরও অনুরোধ জানান আইজিপি।
দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন আইজিপি। ঈদের ছুটিতে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পুলিশি টহল এবং বিট পুলিশিং কার্যক্রম বাড়ানোর নির্দেশনা প্রদান করেন।

আইজিপি বলেন, পুলিশের নানাবিধ উদ্যোগের ফলে জঙ্গি ও উগ্রপন্থা নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে। এ ধরনের যে কোনো তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ পুলিশি কার্যক্রম চলমান রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য মাধ্যমে কেউ যেন গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াতে অথবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন আইজিপি। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, সংশ্লিষ্ট ডিআইজি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Tareq Sabur ১৪ জুলাই, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
    আঈনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দেয়া আইজিপির একটা নির্দেশনা ছাপাতে তার ছবি ছাপাতে হবে কেন? এটাও কি একধরনের তোষামোদী নয়?
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ১৪ জুলাই, ২০২১, ৮:২১ পিএম says : 0
    সম্মানীত আইজিপি মহোদয় আপনাকে শ্রদ্ধাও সালাম এটি অবশ্যই সময় উপযোগী সিদ্ধান্ত। মানবিক সিদ্ধান্ত। স‍্যার আপনি একটি অনুষ্ঠানে বলেছিলেন দেশের মানুষের উদ্দেশ্যে আপনাকে ঠিক করতে হবে। আপনি ঘরের মধ্যে থাকবেন নাকি কবরে থাকবেন। গুরুত্বপূর্ণ বাণীর মতো কঠোরভাবে ভাবে নির্দেশনা ঘোষণা দেওয়া জরুরী মাক্স নিয়ে।সবকিছু স্বাভাবিক বিধি নিষেধ এক সপ্তাহের শিতল পরিস্থিতি ভয়ংকর জটিল ভাইরাস সর্বোচ্চ আক্রান্তের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হচ্ছে এই মুহুর্তে মাক্স একমাত্র নিরাপত্তা ঔষধ মাক্স গলায় লটকানো থাকিলে ২৫০ জরিমানা একবারেই মাক্স বিহীন ৫০০টাকা জরিমানা। টাকা দিতে না পারিলে ছব্বিশ ঘন্টা হাজতে থাকবে।সারাদেশব‍্যাপী ঘোষণা কঠিন কঠোরভাবে নির্দেশনা দিলে। টাকা জরিমানা ভয়ে অবশ্যই মাক্স পরবেন। অথবা আপনাদের আরো শক্তিশালী গঠন মুলক সময় উপযুক্ত সিদ্ধান্ত নিবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ