Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১০:৫২ এএম

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে।
রাত সাড়ে এগারটায় টায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন কাদিরদী ইউনিয়নের কাদিরদী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিপাতের সূত্রপাত হয়ে ০৮ টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ধারণা করা হচ্ছে বোয়ালমারি বাজারে বেকারির দোকানদার শ্রী গৌতম এর বেকারির দোকান থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়ে আশেপাশের আরো কয়েকটি ওষুধের দোকান ও মুদি দোকান নিয়ে আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

ঘটনাস্থলে উপজেলা নির্বাহি অফিসার ঝোটন চন্দ্র ও বোয়ালমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম পরিদর্শন করেন এবং বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার এর ভাষ্যমতে ধারণা করা হচ্ছে বেকারীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে উক্ত অগ্নিপাতের সূত্র পাত হয়ে আশে পাশের দোকান গুলো পুড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ