Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারত থেকে আসা শিশু ও নারী সহ একুশ রোহিঙ্গাকে মৌলভীবাজারে আটক

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ৪:৩২ পিএম

মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু ও নারী সহ ২১ জন রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। তারা কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে পুলিশকে জানায়।
পুলিশ জানায় শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকা ২১ জন রোহিঙ্গার ঘুড়াফেরা ও কথাবার্তায় সন্ধেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ২০১৮ সালে ভারতে প্রবেশ করে। ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা কক্সবাজার যাওয়ার জন্য বাসস্ট্যান্ড আসে। রোহিঙ্গাদের মধ্যে ৭ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান।
উল্লেখ্য এর আাগে ২৮ জুন মৌলভীবাজার শহরের চুবরা এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ