Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাগরিক নিহতের ঘটনা তদন্ত করবে চীন

দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের উন্নতির প্রশংসায় চীন-রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে নয় চীনা নাগরিক নিহতের ঘটনায় তদন্ত করার পদক্ষেপ নিয়েছে চীন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গত বুধবার একটি বাসে ঘটা এই বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত। দেশটির সরকারি এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায় এবং এতে এর ক্ষয়ক্ষতি হয়। এখনো একজন চীনা ইঞ্জিনিয়ার এবং একজন সৈনিক নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স নিয়োজিত আছে। এই ঘটনার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, চীন থেকে একটি বিশেষ তদন্ত দল পাঠানো হবে পাকিস্তানে। সেখানে তারা পাকিস্তানি কর্মকর্তাদের সাথে ঘটনার রহস্য উদ্ঘাটন করবে। বিস্ফোরণের পর পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে আতংক। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রমকে হেলাফেলা করা যাবেনা। তবে প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে এই ঘটনার তদন্ত পর্যবেক্ষণ করছেন। চীনা দূতাবাসের সাথে সরকারের নীবিড় যোগাযোগ অব্যাহত আছে। আমরা একতাবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাবো। অপর এক খবরে বলা হয়, রাশিয়া ও চীন নিজেদের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের উন্নতির প্রশংসা করেছে। তারা বলছে, এই সম্পর্ক শীতল যুদ্ধের সময়কার প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর যে কোনও সম্পর্কের চেয়ে বেশি ঘনিষ্ঠ। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো যখন দেশ দুটির ওপর মনোযোগ কেন্দ্রীভ‚ত করছে তখন এই প্রশংসার মধ্য দিয়ে চীন-রাশিয়ার সম্পর্ক জোরদারের ইঙ্গিত পাওয়া গেলো। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এখবর জানিয়েছে। বৃহস্পতিবার বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক কনফারেন্সের পার্শ্ববৈঠকে তারা মিলিত হন। আলোচনা শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক ও উন্নতি নিয়ে ইতিবাচক পর্যালোচনা উঠে এসেছে উভয়পক্ষের আলোচনায়। দুই দেশের ক‚টনীতিকরা উল্লেখ করেছেন, দুই দেশের সম্পর্ক শীতল যুদ্ধের যুগে যে কোনও সামরিক-রাজনীতিক সম্পর্কের ঘনিষ্ঠতাকে ছাড়িয়ে গেছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি সম্মেলনের পর দেওয়া বিবৃতিতেও দুই দেশের সম্পর্ককে এভাবে তুলে ধরা হয়েছিল। বৃহস্পতিবার পৃথকভাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ককে ইতিহাসের সেরা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক গভীর করার জন্য কোনও ধরনের প্রত্যাশা ছাড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো এটি। একই দিনে চীনের নিযুক্ত রাশিয়ার দূতাবাসে সিনিয়র কাউন্সেলর ভিটালি ফাদিভ এই অবস্থান গুরুত্ব দিয়েছেন একটি ভিডিও বার্তায়। তিনি বলেন, নমনীয়তার সাথে কার্যকারিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে প্রচলিত সামরিক-রাজনীতিক জোটকে ছাড়িয়ে গেছে চীন-রাশিয়া। টিওআই, নিউজ উইক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ