Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভ্যাট নিবন্ধনের কাজ অক্টোবরে শুরু করতে পুরো প্রস্তুত এনবিআর

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : অক্টোবরে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই জন্য পুরো প্রস্তুতি রয়েছে তাদের। এনবিআরের প্রকল্প কর্মকর্তা জানান, অক্টোবরেই নিবন্ধনের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে নিবন্ধন হবে বৃহৎ করদাতা ইউনিটে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর। প্রকল্প কর্মকর্তা জানান, বর্তমানে নিবন্ধিত মূসক প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখ ৪০ হাজার। এরমধ্যে রিটার্ন দাখিল করে মাত্র ৩২ হাজার। নতুন আইন বাস্তবায়ন হলে নিবন্ধিত সব প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিল করতে হবে। এতে কমবে মূসক ফাঁকি ও হয়রানি। ভ্যাট অনলাইনের প্রকল্প পরিচালক রেজাউল হাসান জানান, ভ্যাট খাতে মোট যে রাজস্ব আয় হয় তার ৬০ শতাংশ আসে বৃহৎ করদাতা ইউনিট থেকে। এমন ১৬০টি প্রতিষ্ঠানকে প্রথম নিবন্ধিত করার এক সপ্তাহের মধ্যে ঢাকার বাকি প্রতিষ্ঠানগুলোকেও নিবন্ধিত করা হবে বলে জানান তিনি। তবে সংশ্লিষ্টরা মনে করেন অনলাইন নিবন্ধন ও নতুন মূসক আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এক্ষেত্রে নতুন পদ্ধতি বাস্তবায়ন করতে গেলে তিনটি বিষয়ের সঠিক সমন্বয় দরকার বলে মনে করেন বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার মতিয়ার রহমান। সেগুলো হলো- পরিকাঠামো, সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা এবং পদ্ধতিটি সম্পর্কে গ্রাহকদের ভালোভাবে জানা। এদিকে এ আইন বাস্তবায়নে এনবিআরের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানায় এফবিসিসিআই। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে আরও ২-৩ বছর প্যাকেজ ভ্যাট বহাল রাখার অনুরোধ করেন সংস্থাটির সভাপতি মাতলুব আহমাদ। নতুন আইনে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন করতে হবে সব প্রতিষ্ঠানকে। এরপর ৯ ডিজিটের নতুন নম্বর পাবে করদাতারা। প্রসঙ্গত এর আগে বার বার সময় দিয়েও অনলাইনে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। তবে এবার সব প্রস্তুতি তাদের রয়েছে দাবি করে প্রকল্প কর্মকর্তা। এর আগে এ বছরের জানুয়ারি ও আগস্টে নিবন্ধন শুরুর কথা থাকলেও তা দুই দফায় পেছানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাট নিবন্ধনের কাজ অক্টোবরে শুরু করতে পুরো প্রস্তুত এনবিআর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ