ঋণের বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর রেলের নিচে আত্মহত্যা

ঋণের বোঝা সইতে না পেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খুলনার বড় বাজারের
অবশেষে ৭ দিন পর পাওয়া গেল পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ রায়হান প্রামানিক (৩৫) এর মৃতদেহ । আজ সকালে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
মৃত রায়হান ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের শেখের চর গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে। গত ১৩ জুলাই সকালে চরে ঘাস কেটে ডিঙি নৌকায় পদ্মা নদী পার হয়ে বাড়ী ফেরার সময় প্রবল স্রোতের কারণে তার নৌকা ডুবে গেলে সে নিখোঁজ হয়। ডুবুরি দিয়ে অনেক খুঁজা খুঁজি করেও তার সন্ধান মেলেনা।
অবশেষে আজ সকালে উল্লেখিত স্থানে তার লাশ ভেশে উঠলে লোকজন পুলিশে সংবাদ দেয়। পরে পাকশীর ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে স্বজনদের সংবাদ দিলে তারা গিয়ে শনাক্ত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।