Inqilab Logo

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫ আশ্বিন ১৪২৮, ১২ সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

ছুটি কাটাতে মালদ্বীপে দেব-রুক্মিণী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:৪৫ পিএম

বলিউড তারকাদের বেড়াতে যাওয়ার জায়গা প্রিয় মালদ্বীপ। সুযোগ পেলেই ছুটি কাটাতে চলে যান সেখান। সে করোনা থাক, আর নাই থাক। একই ভাবে টলিউডের দুই তারকারও প্রিয় জায়গা মালদ্বীপ। সেই দুই তারকা আর কেউ নন একজন দেব, অন্যজন তার প্রিয়তমা রুক্মিণী মৈত্র। দু’জনে একসঙ্গেই পাড়ি দিয়েছেন মালদ্বীপে। সেখানেই ছুটি কাটাচ্ছেন চুটিয়ে। তাদের দু’জনের সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত সেই কথাই বলছে।

সামনে নীল সমুদ্র। দুলছে পাল তোলা নৌকো। তার মধ্যে চিল করছেন দেব-রুক্মিণী। দেব একটি মাছ ধরার ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন – “চিন্তা করবেন না, মাছটিকে আবার সমুদ্রেই ছাড়া হয়েছে।”

এরপরই যদি রুক্মিণীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারে কেউ, মিলবে আরও একটি পোস্ট। সেখানে দেখা যাচ্ছে, ওই একই কাঠের নৌকোয় রুক্মিণী বসে রয়েছেন গোলাপি মিনি স্কার্ট ও টুপি পরে। লোকেশনে দেওয়া – ভারত মহাসাগরের কোনও একটি জায়গা থেকে পোস্ট করা হয়েছে ছবিটি। ক্যাপশনে, রুক্মিণী লিখেছেন, “নৌবিহারে, দ্বিতীয়বারের জন্য।”

এই দুটি পোস্ট থেকে যদিও কিছু বোঝা যাচ্ছিল না কোথায় গিয়েছেন তারা। পরে আরও দুটি ছবি পোস্ট করেছেন। লোকেশনে স্পষ্ট লেখা জায়গার নাম – পাতিনা মালদ্বীপ, ফেরি আইল্যান্ড। একে অপরের সঙ্গে ছবি শেয়ার না করলেও এটাই স্পষ্ট, যে দেব রুক্মিণীর সঙ্গেই সময় কাটাচ্ছেন মালদ্বীপে। যদিও এটাই প্রথমবার নয়। এর আগেও ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছেন দেব-রুক্মিণী। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টলিউড


আরও
আরও পড়ুন