Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদী আরবের সাথে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ৬:০১ পিএম

ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ১১ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সউদী আরবের সাথে মিল রেখে মঙ্গলবার (২০ জুলাই ) সুরেশ্বর দরবার পীর ও সাতকানিয়া দরবার শরীফ অনুসারীরা এ ঈদ উদযাপন করেন। জেলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ১০ গ্রামে মানুষ এ ঈদ ঈদ উদযাপন করেন।

সকাল ৮ টা ৩০ মিনিটে জেলার বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে শতাধিক মানুষ জামাতে শরীক হন।

এছাড়াও পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি জামে মসজিদ, পঞ্চায়েত বাড়ি জামে মসজিদসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৫ শতাধিক জামাতে অংশগ্রহণ করেন।

সুরেশ্বর দরবারের মুরিদ মনজু মিয়া জানান, প্রতিবছরই জেলার ১০টি গ্রামের দেড় হাজার পরিবার সউদী আরবের সাথে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করেন।

এদিকে ঈদকে কেন্দ্র করে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ