Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সামাজিক মাধ্যমে নেটিজেনদের ঈদ শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ৮:৫৩ এএম

আজ পবিত্র ঈদুল আযহা। মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব। বৈশ্বিক মহামারী করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর্যন্ত মানুষকে এক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফলে শোক, ভয়ভীতি কিংবা আতঙ্কের মাঝে ঈদের আনন্দ এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। এই বৈরি পরিস্থিতিতেও ঈদ উৎসবকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে নেটিজেনরা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ ফেইসবুকে লিখেন, “ভোগ নয়, ত্যাগ আর বিপদে ধৈর্য্য’ - ইসলামের এই বাণী স্মরণ করে আসুন করোনা মোকাবিলা করি, মানুষের পাশে দাঁড়াই। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে - ঈদ মোবারক।’

কার্টুনিস্ট কাওসার মাহমুদ লিখেন, ‘ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা। সবাইকে পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, সবার জন্য ভালোবাসা অবিরাম...’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম লিখেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। কোরবানির প্রকৃত শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।’

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন লিখেন, ‘আমাদের চারপাশে যারা থাকে তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন। ঈদের দিনের মতো আনন্দের দিনগুলোতে তাদের যাতে কষ্ট না হয়, আসুন সবাই মিলে সেই দিকে একটু নজর রাখি। সবাইকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসী লিখেন, ‘দেশে বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। কোরবানি হোক হিংসা, লোভ, অহংকার ও মিথ্যার। আল্লাহ সবাইকে সুস্থ-সুন্দর ও নিরাপদ রাখুক। আমিন। ঈদ মোবারক!’

ঈদে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সাংবাদিক ফারুক আহমেদ আরিফ লিখেন, ‘ঈদুল আজহার শুভেচ্ছা-অভিনন্দন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি-কল্যাণে ভরে উঠুক আমাদের প্রাণ। ঈদ মোবারক।’

কৌতুক অভিনেতা আনোয়ারুল আলম সজল লিখেন, ‘পারিপার্শ্বিক নানা সমস্যায় জর্জরিত মানুষগুলোর মনে আবারও ফিরে আসুক ঈদ আনন্দ। ঈদ মোবারক।’

সবার সুস্থতা কামনা করে লেখক আরিফুল ইসলাম লিখেন, ‘তবুও ঈদ মোবারক! ভালো থাকুন, সুস্থ থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রেখে কুশল বিনিময় করুন। একদিন পৃথিবী আবার শান্ত হবে, সুস্থ হবে। ততদিন ভালোভাবে থাকুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, পরিবারকে সুরক্ষিত রাখুন।’



 

Show all comments
  • গোলাম কাদের ২১ জুলাই, ২০২১, ৮:৫৮ এএম says : 0
    ঈদ মোবারক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল আযহা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ