কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মাইক্রোবাস নসিমন মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩
উখিয়ার ইনানী মোহাম্মদ শফির বিল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে আরআরসি অফিসের মাইক্রোবাস ও যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ বেলাল নামের ১জন নিহত
স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) বগুড়া ইউনিটের অভিযানে ধরা পড়েছে তিন হত্যাকারী। গত ৩ সেপ্টেম্বর রাতে ছিনতাই কাজে বাধা হয়ে দাঁড়ানোর অপরাধে গ্রেফতারকৃত ও তাদের সহযোগীরা হরিদাস নামে এক নাপিতকে গলা কেটে হত্যা করে। পরে তারা লাশটি বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকার একটি ধানক্ষেতে ফেলে রেখে যায়।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের নিশিন্দারা মÐলপাড়ার আব্দুর রহমানের ছেলে মো: পান্না মিয়া (২০), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া আকবাটি এলাকার জহুরুল ইসলামের ছেলে ভবিষ্যৎ ওরফে রনি (২১) এবং বগুড়া সদরের গোদারপাড়া বাজারের জালাল শেখের ছেলে মো: জনি (২৩)।
গ্রেফতারকৃতদের মধ্যে গতকাল (মঙ্গলবার) মো: পান্না মিয়া ও ভবিষ্যৎ ওরফে রনি জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাপিত হরিদাস হত্যাকাÐের কথা স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।