Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

লকডাউনে ফাঁকা চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৩:০৫ পিএম

কঠোর বিধি-নিষেধে ফাঁকা নগরীর রাস্তাঘাট। দোকান পাট, মার্কেট বন্ধ। হাটবাজারেও তেমন ভিড় নেই। শুক্রবার প্রথম দিনে রাস্তায় কিছু ব্যক্তিগত যানবাহন ও রিকশা চলাচল করতে দেখা যায়। ঈদুল আজহার ছুটি শেষ না হতেই শুরু দুই সপ্তাহের এ লকডাউনে নগরীর প্রধান প্রধান সড়ক ছিলো প্রায় জনশূন্য। তবে অলিগলি এবং উম্মুক্ত স্থানগুলোতে মানুষের ভিড় জটলা দেখা যায়। নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা যায়। মাঠে আছে সেনাবাহিনীর সদস্যরাও। লকডাউনের মধ্যেও অনেকে গ্রামে ঈদ শেষে নগরীতে ফিরেন। নগরীর প্রতিটি প্রবেশ পথে পুলিশের চেক পোস্টে তাদের জেরারমুখে পড়তে হয়। ঈদের পর এমনিতেই নগরীতে যানবাহন এবং লোকজন কম থাকে। সেই সাথে লকডাউন যোগ হওয়ায় ফাঁকা নগরীর বেশির ভাগ এলাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ