Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে দ্রুত সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

নগরীতে এবারও দ্রুত সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। মেয়র এম রেজাউল করিম চৌধুরী জানান, ঈদুল আজহার দিন সন্ধ্যার মধ্যে ৯৮ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে চসিক। বাকি বর্জ্য পরদিন সকালের মধ্যে সরিয়ে নেওয়া হয়। ঈদের দিন বিকেলে নগরীর দামপাড়া ওয়াসার মোড় এলাকা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। সেখানে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের পূর্ব ঘোষণা বাস্তবায়নে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, জোনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সেবকরা মাঠে ছিলেন। এবার সাত হাজার ৫০০ টন আবর্জনা অপসারণ করা হয়।। তিন হাজার ৭০০ জন পরিচ্ছন্নতা কর্মী, বিদ্যুৎ বিভাগ ও গাড়ি চালকসহ সাড়ে চার হাজার লোক এই কাজে যুক্ত ছিলেন। মোট ৩৩০টি গাড়ি নিয়ে পরিচ্ছন্ন কর্মীরা আবর্জনা সরিয়ে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশুর বর্জ্য অপসারণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ