Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতের বিরুদ্ধে তদন্তের আহবান পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

প্রধানমন্ত্রী ইমরান খানের ফোনকলে নজরদারি চালাতে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারের অভিযোগ ওঠায় ভারতের বিরুদ্ধে তদন্তের আহবান জানিয়েছে পাকিস্তান। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই আহবান জানিয়েছে। ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, বিচারপতি, সরকারি কমকর্তার ওপর নজর রাখা হয়েছে বলে গত সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যম রয়েছে। এই তালিকায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানও রয়েছেন। অভিযোগ উঠেছে, ভারতই এই গুপ্তচরবৃত্তি করেছিল। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে,‘রাষ্ট্রীয় অর্থায়নে ব্যাপক নজরদারি ও গোয়েন্দা অভিযান রাষ্ট্রীয় দায়িত্বশীল আচরণের যে বৈশ্বিক নীতি তার সুস্পষ্ট লংঘন।’ এতে বলা হয়েছে, ‘এই প্রতিবেদনগুলোর গুরুত্ব বিচারে, আমরা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই বিষয়ে তদন্তের, বিষয়টি প্রকাশের এবং দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানাচ্ছি।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ