Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনায় মারা গেলেন বিএনপি নেতা রিজভীর ভাগ্নে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১১:০১ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাগ্নে (বড় বোনের ছোট ছেলে) জিয়াউল আলম সিদ্দিকী (উল্লাস) করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করালে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন জিয়াউল আলম সিদ্দিকী।

মরহুম জিয়াউল আলম সিদ্দিকী পেশাগত জীবনে স্থানীয়ভাবে নানা ধরনের ব্যবসায় নিয়োজিত ছিলেন।

তিনি বগুড়ার গাবতলী উপজেলার পাচপাইকা গ্রামের সাবেক স্কুল শিক্ষক নূরুল আমিন আকন্দের ছোট ছেলে।

এদিকে মরহুম উল্লাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি বলেন, ভাগ্নে উল্লাস সকলের কাছে অত্যন্ত স্নেহভাজন ও আদরের হিসেবেই বেড়ে উঠেছিল। ব্যক্তিজীবনে নিরহঙ্কারী ও সৎ হিসেবেই জীবন যাপন করেছেন।

রিজভী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তার ভাগ্নে উল্লাসকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ