Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮ আশ্বিন ১৪২৮, ১৫ সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

কক্সবাজারে রোববার ২৯৪ জনের করোনা শনাক্ত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১১:২০ পিএম

রোববার ২৫ জুলাই কক্সবাজার জেলায় ২ টি প্রতিষ্ঠানে ২ ধরনের নমুনা টেস্ট করে মোট ২৯৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯১০ জনের নমুনা টেস্ট করে ২৪৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। অন্য ৬৬১ জনের নমুনা টেস্ট রিপোর্ট 'নেগেটিভ' আসে।

এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালে একইদিন ১৪২ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে নমুনা টেস্ট করে ৪৫ জনের টেস্ট রিপোর্ট 'পজেটিভ' শনাক্ত করা অন্য ৯৭ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ' আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের
ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের
(পিসিআর) ল্যাবে শনাক্ত হওয়া ২৪৯ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। নতুন শনাক্ত হওয়া ২৪৫ জনের মধ্যে ৩ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। অবশিষ্ট ২৪২ সকলেই কক্সবাজারের রোগী।

তারমধ্যে, ১২ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া সদর উপজেলায় ৮৫ জন, রামু উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ৪৭ জন, টেকনাফ উপজেলায় ৪০ জন, চকরিয়া উপজেলায় ১০ জন, পেকুয়া উপজেলার ২৫ জন ও কুতুবদিয়া উপজেলার ১১ জন রোগী রয়েছে।

গত ২৫ জুলাই পর্যন্ত কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ১৭২ জন। তারমধ্যে, ২৮ জন রোহিঙ্গা। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১′৩২% ভাগ।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

২৩ সেপ্টেম্বর, ২০২১
২২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ