Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্টেজ নির্ভর শিল্পী ও মিউজিশিয়ানরা ভাল নেই-সালমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা এখন একের পর এক গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। করোনার কারণে স্টেজ শো বন্ধ থাকায় নতুন গান রেকর্ডিংয়ে মনোযোগ দিয়েছেন তিনি। এর মধ্যে এবারের ঈদে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। গানগুলো এরইমধ্যে বেশ প্রশংসিতও হয়েছে। সালমা বলেন, ঈদের জন্য বেশ কিছু গান করেছিলাম। এরমধ্যে প্রকাশ হয়েছে আমার ও মিলনের দ্বৈত গান ওরে বোকা, একটি ফোক ম্যাশআপ, নাফির সঙ্গে গাওয়া দ্বৈত গান মাওলাসহ কিছু গান। আরটিভি মিউজিকে প্রকাশিত ‘নয়া দামান গানটি এরইমধ্যে প্রায় ৯৫ লাখ মানুষ উপভোগ করেছেন। এটা খুবই ভালো লাগার ব্যাপার। আরো কয়েকটি গান প্রকাশের কথা রয়েছে। সালমা বলেন, করোনা পরিস্থিতির কারণে মাঝেমধ্যে খুব খারাপ লাগা কাজ করে। অনেক প্রিয় মানুষে চলে যাচ্ছেন। প্রতিদিনই কারো না কারো আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। ফকীর আলমগীর চলে গেলেন। তার আগেও অনেকে চলে গেছেন। স্টেজ শো বন্ধ থাকায় সঙ্গীতাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। স্টেজের মানুষেরা ভালো নেই। বিশেষ করে স্টেজনির্ভর শিল্পী ও মিউজিশিয়ানরা অনেকে খারাপ অবস্থায় আছেন। অনেকে পেশা বদলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ