Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্বিগুন হলো সিলেট সিটি কর্পোরেশনের সীমানা

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি সিলেটবাসীর কতৃজ্ঞতা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৮:০৭ পিএম

১৯৭৮ সালে যখন মাত্র ২৬.৫ বর্গ কিলোমিটার এলাকা দিয়ে যাত্রা শুরু করেছি সিলেট পৌরসভা। একই আয়তনে ২০০২ সালে সেটি রূপ পায় সিলেট সিটি কর্পোরেশনে। এতোদিন বাংলাদেশের সবচেয়ে কম আয়তনের সিটি কর্পোরেশন ছিল, সিলেট। বর্তমান আয়তনের দ্বিগুনের চেয়ে বেশি সীমানা বর্ধিত করার অনুমোদন পেয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আজ সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে দেয়া হয় এ অনুমোদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যদিয়ে বাস্তবায়িত হলো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এমপির দীর্ঘদিনের জনবান্ধব পরিকল্পনা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেটবাসী।

২০১৫ সাল থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত করার ব্যাপারে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছিলেন তিনি। গেল বছরের আগস্ট মাসে সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত এলাকার তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনের আওতাভুক্ত করা হয়েছে সিলেট সদর উপজেলার চারটি ও দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কিছু মৌজা। তন্মধ্যে রয়েছে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও, মইয়ার চর (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ছাড়া), খুরুমখলা শাহপুর, আখালিয়া, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর প্রথম খন্ড, টিলাগড়, দেবপুর, কসবা কুইটুক, সুলতানপুর চক, পেশনেওয়াজ, টুলটিকর ইউনিয়নের সাদিপুর প্রথম খন্ড, টিলাগড় ও দেবপুর। দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের হবিনন্দি, মণিপুর, আলমপুর, গোটাটিকর, বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর, ধরাধরপুর, বরইকান্দি, গোধরাইল এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর, বরইকান্দি (অবশিষ্টাংশ), বলদী (কয়েকটি দাগ) মৌজাগুলো নতুন করে সিলেট সিটির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়। নতুন আওতাভুক্ত অধিকাংশ এলাকা নিয়ে কারও কোনো আপত্তি না থাকায় সিটি এলাকা বর্ধিত করার প্রস্তাব বাস্তবায়নের জন্য করা হয় উপস্থাপন। জানা গেছে, ২০১৫ সালে দেশে আসার পর থেকেই সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত করতে গ্রহণ করেন উদ্যোগ। সুনামগঞ্জ ও এশিয়ান মহাসড়কের মাঝামাঝি ১৮০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সিটি কর্পোরেশন বর্ধিত করার দাবি জানান তিনি। সেই দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান আয়তনের চেয়ে দ্বিগুন বর্ধিত হলো সিলেট সিটি কর্পোরেশন এলাকা। চা বাগান, জলাশয়, হাওর সিটি কর্পোরেশন এলাকার বাইরে রাখতে গিয়ে সেটি এর চেয়ে বেশি বৃদ্ধি করা যায়নি বলে জানা গেছে। সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধি পাওয়ায় বাড়বে সেবার পরিধিও। সেবার আওতায় আসবেন বর্তমানের চেয়ে দ্বিগুন জনসংখ্যার মানুষ।



 

Show all comments
  • মোঃ সাইদুর রহমান ৩০ আগস্ট, ২০২১, ২:৫৫ এএম says : 0
    সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বেড়েছে প্রায় দ্বিগুণ,এ জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী জনাব আব্দুল মুমিন এর প্রতি ক্রিতগ্গতা প্রকাশ করছি।এর সাথে অভিনন্দন জানাই মাননীয় মেয়র জনাব আরিফুল হক কে,আশা করি সিটা কর্পোরেশন এর সেবা ও সুযোগ সুবিধা ও বাড়বে ,এবং লোকবল ও বাড়বে ।আমি একজন প্রবাসী ছিন লাম ,করোনা এর কারণে দেশে আসি, আমি একজন ইলেকট্রিশিয়ান আমি সিটির নাগরিক হিসেবে মাননীয় মেয়র সাহেব এর কাছে অনুরোধ করছি সিটি কর্পোরেশন এর লোকবল নিয়োগ দিলে , আমাকে আমার যোগ্যতা অনুযায়ী নিয়োগ দিবেন,,্
    Total Reply(0) Reply
  • মোঃ সাইদুর রহমান ৩০ আগস্ট, ২০২১, ২:৫৬ এএম says : 0
    সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বেড়েছে প্রায় দ্বিগুণ,এ জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী জনাব আব্দুল মুমিন এর প্রতি ক্রিতগ্গতা প্রকাশ করছি।এর সাথে অভিনন্দন জানাই মাননীয় মেয়র জনাব আরিফুল হক কে,আশা করি সিটা কর্পোরেশন এর সেবা ও সুযোগ সুবিধা ও বাড়বে ,এবং লোকবল ও বাড়বে ।আমি একজন প্রবাসী ছিন লাম ,করোনা এর কারণে দেশে আসি, আমি একজন ইলেকট্রিশিয়ান আমি সিটির নাগরিক হিসেবে মাননীয় মেয়র সাহেব এর কাছে অনুরোধ করছি সিটি কর্পোরেশন এর লোকবল নিয়োগ দিলে , আমাকে আমার যোগ্যতা অনুযায়ী নিয়োগ দিবেন,,্
    Total Reply(0) Reply
  • ahmed shojol ২১ অক্টোবর, ২০২১, ৪:১০ এএম says : 0
    Boroikandi notun kore koto numbar word hote pare...
    Total Reply(0) Reply
  • Md Sazzad ২৩ মে, ২০২২, ৬:৫৫ পিএম says : 0
    লাখাউরা এয়ারপোর্টে এলাকা কি সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আনাহবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ