Inqilab Logo

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০ আশ্বিন ১৪২৮, ১৭ সফর ১৪৪৩ হিজরী

‘তারক মেহতা কা উল্টা চশমা’ ছাড়ছেন না মুনমুন দত্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

ভারতীয় টিভির দীর্ঘদিনের সিটকম ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ববিতা জি চরিত্র রূপায়নকারী মুনমুন দত্তকে নিয়ে সম্প্রতি গুজব রটে তিনি সিরিজটি ছেড়ে দিচ্ছেন। এর পেছনে বড় যুক্তি হল, অনেকদিন ধরেই তাকি সিরিজটিতে দেখা যাচ্ছে না। সিরিজটির নির্মাতা হাউস নীলা ফিল্মস প্রডাকশন্স প্রাইভেট লিমিটেড জানিয়েছে, “ মুনমুন দত্ত ‘তারক মেহতা কা উল্টা চশমা’র ববিতা জির ভূমিকায় এখনও আছেন। তিনি সিরিজ ছাড়ছেন এমন গুজবের ভিত্তি নেই এবং এ কথা মিথ্যা।” সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে কাহিনী ধারায় তার ভূমিকা নেই বলে তাকে দেখা যাচ্ছে না ইদানীং। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ প্রচারের শুরু থেকেই মুনমুন এতে আছেন দক্ষিণ ভারতীয় মি. আইয়ারের বাঙালি স্ত্রীর ভূমিকায়। তার পারফরমেন্স প্রথম থেকেই দর্শকপ্রিয়। নতুন এপিসোডের জন্য তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানা গেছে। মহারাষ্ট্রে লকডাউন থাকায় শুটিং হয়েছে গুজরাতে। অসুস্থতার কারণে তিন মাস অনুপস্থিত থাকার পর মিসেস রোশন সোধির ভূমিকায় জেনিফার মিস্ত্রি বানসিওয়াল সম্প্রতি সেটে ফিরেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ