Inqilab Logo

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০২ আশ্বিন ১৪২৮, ০৯ সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

সাবিনাদের প্রস্তুতি ম্যাচ নেপালে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম


এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারী এশিয়া কাপ টুর্নামেন্টের বাছাইপর্বের খেলা আগামী সেপ্টেম্বরে। বাছাই পর্বে ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার ২৮ দেশ আটটি গ্রুপে বিভিন্ন ভেন্যুতে খেলবে। বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দেশ হচ্ছে জর্ডান ও ইরার। মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টের বাছাইয়ে খেলার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় নারী দলের জন্য দু’টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতায় সেপ্টেম্বরে বাছাইয়ে মাঠে নামার আগে সাবিনা খাতুনরা নেপালের কাঠমান্ডুতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
যদিও বাছাই পর্বে ‘জি’ গ্রুপের ভেন্যু এখনো ঠিক হয়নি। বাংলাদেশ আয়োজক হওয়ার আবেদন করলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে এএফসি নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই ভেন্যুটি হতে পারে কাতারে। যদি তাই হয় তবে বাছাই খেলতে দোহা যাওয়ার পথে নেপাল জাতীয় দলের বিপক্ষে কাঠমান্ডুতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করে বাফুফে গতকাল অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আনফা) চিঠি দিয়েছে। বাছাই পর্ব শেষে আগামী বছর টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব হওয়ার কথা ভারতে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

১৭ সেপ্টেম্বর, ২০২১
১৭ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন