Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিয়ের দাওয়াত দিয়ে বন্ধুকে ডেকে হত্যার চেষ্টাকালে একজন গ্রেফতার

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জে বন্ধুকে বিয়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে রাতের বেলা হত্যার চেষ্টার সময় একজনকে আটক করেছে এলাকাবাসী। গতকাল বুধবার ভোরবেলা উপজেলার মাঠের হাট নামক স্থানে এ  ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার আনালেরটারী গ্রামের আবু ছালেহ মো. জঙ্গি মুছার পুত্র শাহজালাল ঢাকায় গামেন্টেসে চাকুরী করতো। সেই সুবাদে কুমিল্লা জেলার তিতাস উপজেলার সাগর ফেনা গ্রামের আ. করিমের পুত্র ঢাকার এক কলেজ ছাত্র তারেক মুন্নার সাথে তার পরিচয় সূত্রে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্বের খাতিরে শাহজালাল ঈদের ছুটিতে তার গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন আগে বন্ধু তারেক মুন্নাকে নিজের বিয়ের দাওয়াত দেয় মোবাইল ফোনে। দাওয়াত পেয়ে খুশি হয়ে গত মঙ্গলবার মধ্যরাতে গাইবান্ধা পৌছিলে তারেক মুন্নাকে নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার মাঠের হাটে সোনার বাংলা নামক একটি এনজিওর পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে শাহজালাল আরো ২/৩ জন সহযোগিসহ টাকা, মোবাইল কেড়ে নিয়ে মারধর গুরু করে। আরো টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে মারধর করার সময় তারেক মুন্নার চিৎকারে ২/৩ জন পথচারী টের পেয়ে এগিয়ে গেলে শাহজালাল ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে। পথচারীরাও চিৎকার দিয়ে তাকে ধাওয়া করলে  হৈ-চৈ শুনে ঘুমন্ত লোক জেগে উঠে শাহজালালকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহজালালকে গ্রেফতারসহ তারেক মুন্নাকে উদ্ধার করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ছোরা ও রশি উদ্ধার করেছে পুলিশ। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ের দাওয়াত দিয়ে বন্ধুকে ডেকে হত্যার চেষ্টাকালে একজন গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ