Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শরীয়তপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৪:০০ পিএম

স্ত্রীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী। ২৮ জুলাই বুধবার ভোররাতে শরীয়তপুর উত্তর পালং (পৌর বাসস্ট্যান্ড) এলাকায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে ঘাতক স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

জানাগেছে, ফরিদপুর জেলার বালিহাটির মৃত চানমিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সী (৪০) এর সাথে পালং এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রাজিয়া সুলতানা মৌ (২৮) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা পালং এলাকার শামীম তালুকদারের বাড়িতে ভাড়া থাকত। ১৪ বছরের দাম্পত্য জীবনে তাদের ১৩ বছর বয়সী ঈশা ও ৮ বছর বয়সী সোহান নামে দুটি সন্তান রয়েছে। তবে এই দম্পত্তির মাঝে মধ্যেই কলহ লেগেই থাকত। স্বামী স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ও স্ত্রী স্বামীর নির্দেশ উপেক্ষা করে চলাফেরা করত বলেই দাম্পত্য কলহের শেষ হতো না। ঘটনার রাতভর তাদের মধ্যে বাকবিতন্ডা হতে থাকে। এক পর্যায়ে স্বামী স্ত্রী মৌ এর মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে। স্বামী আরিফের ইটের আঘাতে স্ত্রী মৌর মৃত্যু হয়। পালং মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নিহতের ভাই রাসেল হাওলাদার তার বোনের হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বলেন, ঘাতক আমার বোনকেই শুধু হত্যা করেনি সাথে তার দুটি সন্তানকে এতিম করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পালং মডেল থানার অফিসার ইনচাজ মো. আখতার হোসেন বলেন, ঘটনা ঘটিয়ে আসামী নিজেই থানায় এসে খুনের কথা স্বীকার করে। পরে আসামীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ পরবর্তী মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ