Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণ সর্বোচ্চ ১৭৬ জন

শনাক্তের হার ৭৪.৫৭ শতাংশ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৪:৫৬ পিএম

ভোলায় বেড়েই চলছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৭৬ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ১৪ মাসে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এদিন জেলাটিতে ২৩৬ টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্তের হার ৭৪.৫৭ শতাংশ।

এরআগে গত ২৬ জুলাই একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিলো ১৩৭ জন।
২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্য সদর উপজেলায় ১০২ জন, দৌলতখানে ১২জন, বোরহানউদ্দিনে ২৮ জন, লালমোহনে ১৩ জন, চরফ্যাশনে ১৩ জন এবং তজুমদ্দিনে ৯ জন রয়েছে।

বুধবার (২৮ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৪০০ জন। এদের মধ্যে সুস্থ্য ২ হাজার ২৯২ জন। বর্তমানে আক্রান্ত আছে ৯৯৮ জন।
এদিকে জেলায় ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪০জন। হাসপাতালে নতুন করে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ২৮ জন। বর্তমানে হাসতালে চিকিৎসাধীন আছেন ৫৮ জন।
গত ১৪ মাসে জেলায় মারা গেছে ৩০ জন। যাদের মধ্যে গত ৭ মাসেই ২৪ জনের মুত্যু হয়।
জেলার সাত উপজেলা থেকে এ পর্যন্ত ১৮হাজার ২২৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ পর্যান্ত হোম কোয়ারিনন্টেনে রাখা হয়েছে ১৯ হাজার ৯২২ জনকে।
এদিকে জেলায় করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড রয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩ টি আইসিইউ বেড, ৬ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু রয়েছে বলে ইনকিলাবকে জানান সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ