Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১৩ মাঘ ১৪২৮, ২৩ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

সাবেক স্ত্রী ও তার বয়ফ্রেন্ডকে গুলি করে হত্যা টেক্সাসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ছেলের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন বাবা। মাঠে গিয়ে দেখলেন, বয়ফ্রেন্ডকে নিয়ে খেলা দেখতে এসেছেন তার সাবেক স্ত্রী। মাথা ঠিক রাখতে না পেরে রিভলবার দিয়ে দু’জনের ওপরেই গুলি চালিয়ে দিলেন। মৃত্যু হয়েছে দু’জনেরই। এদিকে এই ঘটনার ঘণ্টা দুয়েক পর হত্যাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিজের রিভলবার দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে। ৪২ বছর বয়সি লুসিও এস্ট্রাডা মোলিনা তার এক ছেলের খেলা দেখতে গিয়েছিলেন স্থানীয় মাতিয়াস আলমেইদা ট্রেনিং সেন্টারে। ছোটখাটো মাঠ, মাঠের গায়েই রয়েছে পার্কিং লট। সেখানেই ৩৫ বছর বয়সি সাবেক স্ত্রী ডালিয়া গ্যারে এবং তার ২৯ বছর বয়সি বয়ফ্রেন্ডকে দেখতে পান লুসিও। পার্কিং লটেই রূপালি রিভলবার দিয়ে পরপর গুলি চালাতে থাকেন তিনি। গুলির শব্দ পেতেই প্রাণভয়ে দৌড়োদৌড়ি শুরু করেন খেলোয়াড়রা। সাইডবেঞ্চে বসে থাকা এক ফুটবলার বলছেন, তিনি প্রথমে ভেবেছিলেন কোনও গাড়ির টায়ার ফেটেছে। কিন্তু পার্কিং লটের দিকে তাকাতেই বুঝতে পারেন গুলি চলছে। এরপর ভয়ে সব বেড়া টপকে যে যেদিক পেরেছে পালিয়ে গেছে। জানা গেছে, বয়ফ্রেন্ডটির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই এবং আর ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ডেইলি মেইল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র

২৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ