শ্রীনগরে বিচার প্রার্থীর কান ছিরে ফেললেন নারী ইউপি সদস্য

শ্রীনগর উপজেলায় বিচার প্রার্থীর কান ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে ষোলঘর ইউপি সদস্য ফিরোজা বেগমের বিরুদ্ধে।
কক্সবাজার সদরের খুরুশকুল পেঁচারঘোনা এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হাতে নুরুল হক লালু নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
নিহত নুরুল হক লালু খুরুশকুল মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের ছেলে এবং রামু কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র।
সে মরহুম আলহাজ্ব বাঁচা সিকদারের নাতি এবং সামাজিক সংগঠন হিউম্যান অর্গানাইজেশন কক্সবাজার এর সঙ্গে যুক্ত ছিল।
পেঁচারঘোনা হাম্বারগোড়া টমটম গ্যারেজ নামক স্থান থেকে সিএজিযোগে বাড়ী যাওয়ার পথে হামলার ঘটনা ঘটে বলে জানান নিহতের মামা মোঃ শাহেদ।
ঘটনাটি তিনি পরিকল্পিত মন্তব্য করে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি দিয়েছেন।
ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।