Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে হযরত গহরপুরী রহ:’র সহধর্মীনির ইন্তেকাল

দাফন সম্পন্ন, জমিয়তের শোক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৭:৩৪ পিএম

শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মীনি, বেফাকের সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী গহরপুর জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু’র মাতা আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। মরহুমার জানাযা বাদ মাগরিব জামিয়া গহরপুর সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি যথাক্রমে হাফেজ মাওলানা খলিলুর রহমান, মাওলানা প্রিন্সিপাল সৈয়দ রেজোয়ান আহমদ, মুফতি আলতাফুর রহমান মাসুক আহমেদ হারামী, মাওলানা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খাইরুজ্জামান, সহ সম্পাদক মাওলানা হাসান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান, প্রচার সম্পাদক বেলাল আহমেদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুস সালাম রশিদী, সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল মালিক মোবারকপুরী, সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী, সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, সহ সভাপতি মাওলানা হাফেজ আহমদ কবির আমকোনী, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক বিশ্বনাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ সাধারন সম্পাদক মাওলানা আব্দুস সুবহান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুতাহির আলী, প্রচার সম্পাদক মাওলানা রফিক আহমদ মহল্লী প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের জ্ঞাপন করেন প্রতি গভীর সমবেদনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ