Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওবামার ভেটো উপেক্ষা করে প্রতিনিধি পরিষদে বিল পাস

৯/১১ ক্ষতিগ্রস্তরা সউদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবে

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের সউদি আরবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়ে একটি বিল অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ৯৭-১ ভোটে ও কংগ্রেসে ৩৩৮-৭৪ ভোটে বিলটি পাস হয়। ফলে বিলটি আইনে পরিণত হলো। ওই বিল অনুমোদনের ওপর ভেটো প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওবামা প্রদত্ত ভেটো অগ্রাহ্য করার পক্ষে ভোট দিয়েছে। ফলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার জন্য সউদি আরবের বিরুদ্ধে মামলা করা যাবে। প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রেসিডেন্ট ওবামা বলেন, মামলা করার এই সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি বলেন, ৯/১১’র শিকার এবং তাদের পরিবারের, প্রশাসনের তৈরি তহবিল থেকে সাহায্য ও ক্ষতিপূরণ পাওয়া উচিত। কিন্তু নাগরিকরা ব্যক্তিগতভাবে এ ব্যাপারে কোনো দেশের বিরুদ্ধে মামলা করলে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। গত বুধবার কংগ্রেসের উভয় কক্ষে এ ব্যাপারে বিপুল পরিমাণে ভোট পড়ে। এই প্রথমবার ওবামার দেওয়া ভেটো বাতিল করা হলো। সিনেটে প্রেসিডেন্ট ওবামার ভেটোর বিপক্ষে ৯৭ এবং পক্ষে মাত্র ১টি ভোট পড়ে। নেভাদা রাজ্য থেকে নির্বাচিত ডেমক্র্যাটিক পার্টির সংখ্যালঘু নেতা হ্যারি রিড ছিলেন একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্টের দেওয়া ভেটোর পক্ষে ছিলেন। প্রতিনিধি পরিষদে ভেটোর বিপক্ষে ৩৪৮ এবং পক্ষে ৭৭টি ভোট পড়ে। এই ফলাফল হচ্ছে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের বিজয়। খবরে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদের ৩৮১৫ নম্বর প্রস্তাবটি জাস্টিস এগেনেইস্ট স্পনসরস অব টেরোরিজম অ্যাক্ট বা জাসটা নামেও পরিচিত। সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে সউদি আরবের বিরুদ্ধে মামলা করার যে দায়মুক্তি এর আগে দেয়া হয়েছিল এ বিলে তা বাতিল করা হয়। মে মাসে সিনেটে এ বিল একশ ভোটে অনুমোদিত হয়েছিল। বিলটির বিপক্ষে সিনেটে কোনো ভোট পড়েনি। তখন বারাক ওবামা বিলটিতে ভেটো দেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং পেন্টাগনে ছিনতাই করা একাধিক যাত্রীবাহী বিমান দিয়ে আঘাত হানার ঘটনায় ১৯ ব্যক্তি জড়িত ছিল। সিএনএন, আল-জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামার ভেটো উপেক্ষা করে প্রতিনিধি পরিষদে বিল পাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ