Inqilab Logo

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ০৭ আশ্বিন ১৪২৮, ১৪ সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

অবশেষে বড় পর্দাতেই মুক্তি পাচ্ছে ‘বেল বটম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ৪:১৮ পিএম | আপডেট : ৫:১০ পিএম, ৩১ জুলাই, ২০২১

আগামী ১৯শে আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’। এর আগে ২৭ জুলাই এই ছবির মুক্তির কথা ছিল। তবে করোনার জেরে সেই সময় ও পিছিয়ে দেওয়া হয়, অবশেষে ছবি মুক্তির দিন প্রকাশ করতেই উচ্ছসিত দর্শক। সম্প্রতি ছবিটি বড় পর্দায় মুক্তির ঘোষণার পাশাপাশি ছবির একটি নতুন মোশন পোস্টারও শেয়ার করেছেন অক্ষয়।

মোশন পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'বড় পর্দায় আপনাদের বিনোদন দেওয়ার সময়। দিন ১৯ আগস্ট ২০২১। আসছে ‘বেল বটম’।

‘বেল বটম’-এ অক্ষয় কুমার ছাড়া আরো অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি ও বাণী কাপুর। ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিত তেওয়ারি।

গত বছর করোনা ভাইরাসে লকডাউন খোলার পর প্রথম 'বেল বটম' ছবির ইউনিট নিয়েই বিদেশে পাড়ি দিয়েছিলেন অক্ষয় কুমার। সেখানে গিয়ে ডবল শিফটে কাজ করে ছবির শ্যুটিং শেষ করেছিলেন অভিনেতারা। করোনাকালে বলিউডের প্রথম শ্যুটিং হওয়া হিন্দি ছবি এটি এবং সেই ছবিই এবার মুক্তির অপেক্ষায়।  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ