Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচার মামলায় প্রবাসীর জামিন আবেদন নাকচ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

মার্কিনযুক্তরাষ্ট্রে পার্শ্বেল পোস্টের মাধ্যমে ইয়াবা পাচারের মামলায় প্রবাসী মো.আতাউল করিম ওরফে আলমগীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার মাধ্যমে এটি নাকচ করেন।

আসামিপক্ষে শুনানি করেন এডভোকেট নূর-ই- আলম উজ্জল। সরকারপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল রেজাউল হক। চলতি বছরে আমেরিকায় পাঠানোর উদ্দেশে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ডাকঘরে একটি পার্সেল পোস্ট করা হয়। ওই পার্সেল গত ২১ মে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় ১ হাজার ৪৪৬ পিস ইয়াবা রয়েছে।

এ ঘটনায় ওই দিনই একটি মামলা হয়। এতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ কাফরুল থেকে মো. আতাউল করিম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ