Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩০০ কুকুরকে বিষ খাইয়ে হত্যা!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১১:৩৪ এএম

ভারতে নানান বিচিত্র ঘটনা ঘটে প্রতিদিন। একার ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে ৩০০টি কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এই ন্যক্কারজনক ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

এক পশুপ্রেমী সরব হয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই সময় জানায়, পশ্চিম গোদাবরী জেলার লিঙ্গাপালেম গ্রামে ৩০০টি বেওয়ারিশ কুকুরকে বিষ খাওয়ানোর অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠে।

প্রাণী অধিকার কর্মী ললিতা এই কুকুরগুলোকে হত্যার জন্য গ্রামের পঞ্চায়েতের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

তার দাবি, বেওয়ারিশ কুকুরগুলোকে বন্ধ্যা না করে গ্রাম পঞ্চায়েত মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং বিষ খাইয়ে সেগুলোকে হত্যা করে।

 ললিতার দাবি, তিনি ৩০০টিরও বেশি কুকুরকে মাটিচাপা দিতে দেখেছেন। তার কাছে সেই ভিডিও রয়েছে।

ধর্মাজিগুডেম থানায় অভিযোগ দায়ের করেছেন ললিতা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ও সরপঞ্চের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ