Inqilab Logo

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮, ১৯ সফর ১৪৪৩ হিজরী

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ৭:৩১ পিএম

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সফরে আসা স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল তাদের। সেই সফরটিও এতে স্বাভাবিকভাবেই স্থগিত হয়ে গেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের। আপাতত সেটি হচ্ছে না। অক্টোবরে পাকিস্তানেও যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। সেটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এ নিয়ে।

এতে করে আইপিএলের বাকি অংশে যাওয়ার পথটা সুগম হলো ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য। আগামী সেপ্টেম্বরে ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট

২৭ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন