Inqilab Logo

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২, ১০ মাঘ ১৪২৮, ২০ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

নতুন সিনেমায় জুটি হচ্ছেন ওমর সানী ও মৌসুমী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

নতুন চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। জাহিদ হোসেনের নির্মিতব্য ‘সোনার চর’ নামে সিনেমায় তারা অভিনয় করবেন। এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটি নির্মিত হবে। ইতোমধ্যে ওমর সানী ও মৌসুমীকে চুক্তিবদ্ধ করা হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জাহিদ হোসেন জানান, সিনেমাটিতে ওমর সানীকে একজন লাঠিয়াল চরিত্রে দেখা যাবে। আর মৌসুমীকে নায়িকার বড় বোনের চরিত্রে। দুইটি চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমর সানী বলেন, সিনেমাটির গল্প ভিন্ন ধরনের। আর আমি যে চরিত্রে অভিনয় করছি, এ ধরনের চরিত্রে এর আগে অভিনয় করিনি। এটি আমার জন্য চ্যালেঞ্জিং একটি চরিত্র। সবচেয়ে বড় কথা, চলচ্চিত্রের মন্দাবস্থায় এ ধরনের একটি ভাল গল্পের সিনেমা হচ্ছে। মৌসুমী বলেন, জাহিদ হোসেন একজন চিন্তাশীল পরিচালক। এর আগে তার নির্মিত মাতৃত্ব ও লীলামন্থন সিনেমায় অভিনয় করেছি। দুটি সিনেমার গল্পই ছিল ভিন্ন ধারার। নতুন সিনেমায় আমার চরিত্রটি বেশ শক্তিশালী। অভিনয়ের সুযোগ রয়েছে। আশা করছি, ভাল একটি সিনেমা হবে। উল্লেখ্য, এ সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করবেন, জায়েদ খান। নায়িকা এখনো নির্বাচিত হয়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমর সানী ও মৌসুমী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ