Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনুদানের দুই সিনেমায় শাহনূর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

চলচ্চিত্র অভিনেত্রী কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ ছিলো চিত্রনায়িকা শাহনূরের প্রথম সরকারী অনুদানের সিনেমায় অভিনয় করা। পরবর্তীতে শাহনূর সরকারী অনুদানের সিনেমা ফারুক হোসেন পরিচালিত ‘কাককতাড়–য়া’তে অভিনয় করেন। এছাড়া আরো একটি সরকারী অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’-এ অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। শাহনূর জানান, ‘কাকতাড়–য়া’ ও ‘আশীর্বাদ’ দুটি সিনেমার কাজ পুরোপুরি শেষ করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দু’টি সিনেমা মুক্তি পাবে। শাহনূর বলেন, ‘কাকতাড়–য়া এবং আশীর্বাদ দুটোই মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের সিনেমা। দু’টোতে আমার দুই ধরনের চরিত্র। তবে কাকতাড়–য়া’ সিনেমার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। এই সিনেমাতে অভিনয় করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আশীর্বাদ-এ আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি।’ এদিকে শাহনূর এরইমধ্যে শেষ করেছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রনা’। এছাড়া জাতির জনকের জন্মশত বার্ষিকী’তে মুজিব বর্ষের বিশেষ ওভিসি (অনলাইন বিজ্ঞাপন) ‘মুজিব তোমায় কথা দিলাম’তে অভিনয় করেছেন শাহনূর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির থিম নিয়ে ওভিসি’টির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গুনী নির্মাতা গাজী ফারুক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ