Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হেরাতে পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। বুধবার রাতে হেরাত শহরের বিভিন্ন জায়গায় অন্তত সাতটি হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এসব হামলায় পুলিশের এক শীর্ষ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। হেরাত প্রদেশের গভর্নর আবদুস সবুর কাআনির বরাত দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। গভর্নর বলেন, তালেবান হেরাত শহরের ২, ৩, ১০ ও ১১ নম্বর জেলায় বুধবার রাতে হামলা চালিয়েছে। এ সময় ১০ নম্বর জেলার পুলিশপ্রধান ওয়াহিদ আহমাদ কোহিস্তানিসহ নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন। তবে এসব হামলায় কোনো বেসামরিক নাগরিকের মৃত্যু হয়নি। কাআনি বলেন, তালেবানের অবস্থানে বিমান চালানো হয়েছে। এসব হামলায় তালেবানের ‘শতাধিক সদস্য মারা গেছে এবং আহত হয়েছেন কয়েক ডজন’। ‘হামলা চালিয়ে তখনই তাদের হত্যা করা হয়, যখন তারা হেরাত শহরে ঢোকার চেষ্টা করে’, যোগ করেন কাআনি। তবে তালেবানের পক্ষ থেকে হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। খবরে বলা হয়, ৯ দিন ধরে হেরাত শহরে সংঘর্ষ চলছে। টোল নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ