Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

১১শ’ বাড়ি-ঘর ভেসে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

উত্তর কোরিয়ায় হামগিয়ং প্রদেশসহ পূর্ব উপকূলের বেশ কয়েকটি এলাকা প্রবল বন্যায় ভেসে গেছে। এতে অন্তত ১১০০ বাড়ী-ঘর ভেসে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। আজ শুক্রবার স্থানীয় টেলভিশনের বরাতে এ তথ্য জানানো হয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাড়িগুলোর ছাদ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং সেতু ও ডাইকগুলি ভেসে গেছে। এদিকে, উত্তর কোরিয়ার জল-আবহাওয়া প্রশাসনের ডেপুটি প্রধান রি ইয়ং ন্যাম জানিয়েছেন, উত্তর হামগিয়ংয়ের অংশে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও আগস্ট মাসে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া

২৭ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন