Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে করোনার মৃত্যুর মিছিলে আরো ১১, সনাক্ত ৪৭৯

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ৫:২২ পিএম

দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হল আরো ১১ জনের নাম। পাশাপাশি ১ হাজার ৭০১ জনের নমুনা পরিক্ষায় ৪৭৯ জনের দেহে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনই নারী। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন এ সংক্রমনের ফলে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়াল ৩৮ হাজার ২৯৬ জনে। আর মৃত্যুর সংখ্যাও ৫৪৭-এ উন্নীত হল।
গত ২৪ ঘন্টায় মৃত ১১ জনের মধ্যে ভোলাতেই সংখ্যাটা ৪ জন। এসময়ে দ্বীপ জেলাটিতে ৩৩০ জনের নমুনা পরিক্ষায় ৯৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ভোলাতে এপর্যন্ত মোট আক্রান্ত ৪,৯৪৭ জনের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে।
এসময়ে মহানগরী সহ বরিশাল জেলায় ১৭৭ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। মহানগরীর আমতলা মোড়ে ১ জন ছাড়াও বাবুগঞ্জ ও মেহেদিগঞ্জ উপজেলাতে আরো দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা সংক্রমনে বরিশালে মোট মৃত্যুর সংখ্যা ১৮১ জনে উন্নীত হল। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭৮৩।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীর গলাচিপায় দুজন ও বাউফলে আরো একজনের মৃত্যুর ফলে জেলাটিতে মৃতের সংখ্যা ৯৪ এবং আক্রান্ত ৫ হাজার ২১১ জনে উন্নীত হল। গত ২৪ ঘন্টায় ৩০২ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ছিল ৭১। বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৪৪ জনের নমুনা পরিক্ষায় আরো ৬১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে জেলাটিতে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু সংবাদ না থাকলেও ইতোমধ্যে ৩,৩১০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্তের মধ্যে মারা গেছেন ৭৪ জন।
পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ১৯৪ জনের নমুনা পরিক্ষায় ৫৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্তের পাশাপাশি জেলাটির মঠবাড়ীয়াতে ৫২ বছর বয়স্কা এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে ৪ হাজার ৭৪৪ জন আক্রান্তের মধ্যে ৭৫ জনের মৃত্যু হল। ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ১১৬ জনের নমুনা পরিক্ষায় ১৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্তের পাশাপাশি মোট সংখ্যাটা ৪ হাজার ৩০১ জনে উন্নীত হল। দক্ষিনাঞ্চলে সবচেয়ে ছোট এ জেলাটিতে এখনো সংক্রমন হার সর্বোচ্চ, ২৭.২৮%। জেলাটিতে এ পর্যন্ত করোনা সংক্রমনে মারা গেছেন ৬৭ জন।
আর সবশেষ ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় আরো ১২৩ জন সহ সর্বমোট ২০ হাজার ৭৪১ জন সুস্থ্য হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে বলা হয়েছে। সুস্থতার গড়হার এখন ৫৪.৫২%।



 

Show all comments
  • Abdullah Al Faruq ৮ আগস্ট, ২০২১, ৫:৩১ পিএম says : 0
    borguna death 78 thanks for update
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ