নোয়াখালীর কোম্পানীগঞ্জে শোকসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রাজুর বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে পিটিয়ে মাথা
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে ভাই ও ভাবীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হোসনে আরা বেগম জানান, দীর্ঘদিন ধরে ভাই রুবেল ও রানু বেগমের সঙ্গে তার পরিবারের পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। রুবেল মাদক সেবনের জন্য ভাই মামুনের কাছে প্রায়ই টাকা চায়। মামুন মাদক সেবনের জন্য কোনো টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে রুবেলের সঙ্গে মামুনের তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে মামুনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। মামুনকে বাঁচতে হোসনে আরা বেগম এগিয়ে আসলে মাদকসেবী রুবেল তাকেও পিটিয়ে আহত করে। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রুবেল পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।