Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় পুলিশের তৎপরতায় ২৮টি মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৩:২২ পিএম

সাতক্ষীরা জেলা পুলিশের আইসিটি শাখার চৌকস সদস্যদের তৎপরতায় হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছেন ২৮ জন মানুষ।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেন ও জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন হস্তান্তর করেন।
এ সংক্রান্ত জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলা পুলিশের আইসিটি শাখার এক দল চৌকস সদস্য জেলার বিভিন্ন শ্রেণীর মানুষের হারিয়ে যাওয়া বা চুরি ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনের নেতৃত্বে জুলাই মাসব্যাপী তৎপরতা চালিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শনিবার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ