Inqilab Logo

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

নুরুল ইসলামের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নাচনী ঘগোয়া জামে মসজিদের ইমাম নুরুল ইসলাম (৬৫) দীর্ঘদিন ধরে পিত্তথলীতে পাথর, দু’টি বাল্ব নষ্ট, হার্ট ব্লক, হাই-প্রেসারসহ দু’টি চোখের সমস্যায় ভোগছেন। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, কার্ডিওলজী বিভাগের সহকারি অধ্যাপক ডা. রবীন্দ্র নাথ বর্ম্মণ, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হৃদরোগ ও মেডিসিন বিভাগের ডা. মাহবুবুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. গোলাম শাহীদ নয়নের চিকিৎসাধীন। চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ইমাম নূরুল ইসলামের পিত্তথলীতে পাথর, দুটি বাল্ব প্রায় অকেজো, হার্টে ব্লক, হাই প্রেসারসহ দু চোখেই জটিল সমস্যায় আক্রান্ত। তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি। এতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। অতি দরিদ্র এই ইমামের ৫ মেয়ে ও ২ ছেলে রয়েছে। ছেলে-ময়ের লেখাপড়ার খরচ ও ভরণ-পোষণ করতে তিনি নিয়মিত হিমসিম খাচ্ছেন। দীর্ঘদিন রোগে-শোকে ভোগে দুর্বল হয়ে পড়েছেন, এছাড়াও ধার-দেনায় জড়িয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষেও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
জাহিদুল ইসলাম,
চলতি হিসাব নং- ২৪৬৪০
সোনালী ব্যাংক, সুন্দরগঞ্জ শাখা, গাইবান্ধা।
মোবাইল ০১৭৯৮৯২৪৪০৪ (বিকাশ) 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন