Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছড়া

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ক্ষেতের ধান

গোলাম আশরাফ খান উজ্জ্বল

মাঠের পানি নেমে গেছে
পেকেছে ক্ষেতের ধান।
সে আনন্দে গাঁয়ের কৃষক
গাইছে মধুর গান।
সোনালি ঊষা সোনালি ধান
সোনার মতো রঙ
ধান কাটতে কৃষক ছেলে
করছে নানা ঢং।
সকাল দুপুর সন্ধ্যা রাতে
ধান মাড়াইয়ের কথা।
ক্ষেতের ধানে ভরেছে গোলা
নেইকো মনে ব্যথা।

রূপসী মুল্লুক
আহাদ আলী মোল্লা

বাড়ির পাশের একটি নদী তিরতিরিয়ে বয়
সে জানে না কখন যে তার সকাল বিকেল হয়
পাটনি ঘাটে চালায় নাও
পাল তুলে যায় পানসিটাও
ঢেউ দুলুনি হাওয়া নাচে ছন্দে মধুময়।

তীরে বসে ছায়া ঢালে একটা বুড়ো বট
দেয় মানিয়ে ঘাটের চাতাল মায়াবতী তট
কূলে কূলে পাখির ঝাঁক
শুনি ডাহুক বকের ডাক
মাছ ধরে সব জেলে কাটায় অভাব ও সংকট।

নদী সবার দু’চোখ জুড়ায় শীতল করে বুক
ওর কাছে যাই ফিরে ফিরে দেয় অনিবার সুখ
আহা মধুর ফটিক জল
জোগায় সাহস শক্তি বল
নদী আমার মন ভুবনের রূপসী মুল্লুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছড়া

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন