Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিলের জন্য নিয়ম ভাঙতে হলো ওবামাকে

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামা কারো জন্যই অপেক্ষা করেন না। আর রাষ্ট্রপ্রধান যখন এয়ারফোর্স ওয়ানে উঠে বসবেন তখন আর কারো জন্যই থেমে থাকবে না এই বাহন। এটাই তো নিয়ম। কিন্তু সে ব্যক্তিটি যদি হন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাহলে কথা আলাদা! ক্লিনটন ও ওবামা দুজনই গিয়েছিলেন ইসরাইল। দেশটির সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে। সেখান থেকে যখন ফিরবেন, ওবামাই বিলকে আমন্ত্রণ জানালেন, চলো বিল তোমাকে বাড়িতে নিয়ে যাই। সে আহ্বানে সাড়া দিলেন বিল ক্লিনটনও। ক্লিনটনের কোনো তাড়া ছিল না, সে কারণে ঢিলেঢালা মেজাজেই আরো সব বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় চলছিল। তবে বারাক ওবামা দ্রুতই উঠে পড়লেন এয়ারফোর্স ওয়ানে। কিন্তু ক্লিনটনের দেরি দেখে দাঁড়িয়ে থাকলেন দরজাপথেই। একবার হাঁকও দিলেন, তাড়াতাড়ি করো, চলো যাই। একপর্যায়ে ওবামা তার টাইটা আলগা করে নিলেন। আর তা বাতাসে উড়লো। অবশেষে ক্লিনটন উঠে এলেন এয়ারফোর্স ওয়ানে। সিঁড়ি বেয়ে উঠে দুই হাত বাড়িয়ে দিলেন একটা হাঁক দেবেন বলেই। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিলের জন্য নিয়ম ভাঙতে হলো ওবামাকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ