প্রধানমন্ত্রী পুলকিত হলেও জনগণ লজ্জিত হয়েছে:রিজভী

জনগণের দুঃখ-দুর্দশার দিকে নজর না দিয়ে সংসদে এক শিল্পীর মুখে নিজের বন্দনা শুনে নিশিরাতের সরকারের
জাতীয় সংসদের আসন্ন অধিবেশন হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায়।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ত্রয়োদশ অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।