Inqilab Logo

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ০১ কার্তিক ১৪২৮, ০৯ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

দু’মাস চিকিৎসার পর খুলনায় ফিরলেন সিটি মেয়র

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৬:০২ পিএম

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দু মাস চিকিৎসা শেষে আজ বুধবার দুপুরে খুলনায় ফিরেছেন। গত ১৫ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে নেয়া হয়। ইউরোলজি সমস্যা নির্নয়ের পর প্রোস্টেট গ্লান্ড অপারেশানের জন্য ১৯ জুন তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে চিকিৎসকরা আগামী তিন মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

সিটি মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্রামের জন্য তিনি আপাতত নগর ভবনে বসবেন না। দাপ্তরিক কাজ তিনি বাসাতেই করবেন।

এদিকে সিটি মেয়রের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ